যে চলে যায় (কবিতা)
হয়তো আশা আছে বুকে, ফিরতেও পারে সে.....!

যে চলে যায়
হয়তো আশা আছে বুকে,
ফিরতেও পারে সে.....!
যে চলে যায়, সে আর ফিরেছে কবে!
তারপর একা একা আঁধারে ডুবে থাকা
নয়তো মনের পট পরিবর্তন...!
তার চলে যাওয়া--
কিছুতেই মানতে পারে না মন।
থেকে যায় শুধু স্মৃতির রোমন্থন......
ক্রমে, একটু একটু করে আবছা হয় সে
নয়তো আনমনা মনে সে খুব স্পষ্ট....
বুকের ব্যথাটা তখন চাগার দিয়ে ওঠে
মনে এক অদ্ভুত কষ্ট.....
চলে গিয়েও সে থেকে যায়-----
মনের খাতায়, স্মৃতির কত পাতায়...!
যে চলে যায়, সে আর ফিরেছে কবে!
কত হিসেব শুধু বাকি থেকে যায়.....