মিনিস্টার গ্রুপের ইলেক্ট্রনিক্স ডিলারদের মিলন মেলা
মিনিস্টার গ্রুপের ইলেক্ট্রনিক্স ডিলারদের মিলন মেলা

মিনিস্টার গ্রুপের ইলেক্ট্রনিক্স ডিলারদের মিলন মেলা
ঢাকা: সারাদেশের মিনিস্টার গ্রুপের ইলেক্ট্রনিক্স ডিলারদের নিয়ে সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে মিলনমেলার আয়োজন করা হয়।
শনিবার (৬ নভেম্বর) মিনিস্টার গ্রুপ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ মিলনমেলায় ডিলারদের সঙ্গে মিলিত হন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ।
মিলন মেলায় আরও উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মো. শাহ আলম, সিএফও মো. ফখরুল ইসলাম, ডিরেক্টর মো. বিল্লাল হোসেন, ইঞ্জিনিয়ার মনিরুল হাসান স্বপন, জেনারেল ম্যানেজার মো. রিয়াজ মাহমুদ ও মো. আশরাফুজ্জামানসহ মিনিস্টার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মিলন মেলায় উপস্থিত ডিলারদের উদ্দেশ্যে মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান রাজ্জাক খান রাজ বলেন, আপনাদের নিয়েই আমরা এগিয়ে যেতে যাই। মিনিস্টার গ্রুপের পথচলায় আপনারাও অংশীদার।
তিনি উচ্ছ্বসিত হয়ে আরও বলেন, আমাদের যে স্লোগান ‘লক্ষ্য এবার বিশ্ব জয়ের’ তা আমরা খুব দ্রুত বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ।
এ সময় মিলন মেলায় উপস্থিত ডিলাররাও এক সঙ্গে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেছেন।