মনের অজান্তে (কবিতা)
মনের অজান্তে আমি শব্দদের নিয়ে খেলা করি শব্দদের ভাঙ্গি , গড়ি আমার মনের মতো করে।

মনের অজান্তে
মনের অজান্তে আমি শব্দদের নিয়ে খেলা করি
শব্দদের ভাঙি, গড়ি আমার মনের মতো করে।
রোজনামচার ব্যস্ততায় নিজেকে নতুন করে আবিষ্কার করি
শব্দরা কখনো প্রেমের কথা বলে,কখনো বা বিরহের।
সূর্য ওঠে অস্ত যায়, এতো রোজকার নিয়ম আসলে শাশ্বত
প্রেমও শ্বাশ্বত, ভালোবাসা থাকে যে সবার মনে!
প্রেমে কখনো মন চঞ্চল হয় আবার বিরহে হয় ক্ষত
কখনো খুশিতে মন ডগমগ আবার কখনো থাকি আনমনে!
আসলে কিছু শব্দ মনকে কখনো ব্যথা দেয় কখনো খুশি
তাইতো আমি শব্দদের নিয়ে থাকতে বড় ভালোবাসি....