বর্ষার কবিতা

আজ মনে হয় সব ভুল....! স... ব ভুল....! বর্ষার খরস্রোতা নদী ছাপায় তার দু'কূল

বর্ষার কবিতা
বর্ষার কবিতা, poem , bangla poem, Pratap Mondal poem, write poem,read poem,

বর্ষার কবিতা

আজ মনে হয় সব ভুল....! স... ব ভুল....!
বর্ষার খরস্রোতা নদী ছাপায় তার দু'কূল
ভেঙে ফেলে তার সব বাঁধ অবলীলায়
আসলে সে তখন মাতে নিজেরই ধ্বংসলীলায়।
তার গতিপথ, তার গন্তব্য নিমেষে যায় ভুলে
ভাঙ্গন নেশা প্রবল নেশা, সব ভেঙে ফেলে!
সম্পর্ক যায় ভুলে, ভুলে যায় নিজের পরিচয়
নদী ভুলে যায় কেমন করে ধীরে বইতে হয়!
বর্ষা যে ক্ষণস্থায়ী, আবার বইতে হবে নিজের গতিপথে
মোহনায়  গিয়ে  মিলতেই  হবে  সাগরের  সাথে।
শুধু ক্ষণিক উদ্দামতা, শুধু ক্ষণিক চপলতা
কি  লাভ  বলো  নদী  এই  ক্ষণিক  সুখে?
তোমাকে যে আবার বইতেই হবে আপন গতিপথে
আমি শুধু কটা বর্ষার কবিতা রাখি লিখে.....

লেখকঃ  --------- প্রতাপ মণ্ডল