বন্ধু তোমায় খুব ভালোবাসি
বন্ধু তোমায় খুব ভালোবাসি ।কত জন্মের পুণ্যের ফলে পেয়েছি বন্ধু তোমায় কোন এক অদৃশ্য বরদানে পেয়েছি এমন বন্ধু।

বন্ধু তোমায় খুব ভালোবাসি (কবিতা)
কত জন্মের পুণ্যের ফলে পেয়েছি বন্ধু তোমায়
কোন এক অদৃশ্য বরদানে পেয়েছি এমন বন্ধু।
যে আজ বন্ধুত্বের কেতাবী সংজ্ঞার উপর দিয়ে
আলতোভাবে পা ফেলে ফেলে একদম নিঃসংকোচে সোজা এসে আমায় হাত ধরেছে।
এখানে নেই কোন প্রত্যাশার রঙিন ফোলানো ফানুস
দুই বন্ধুর হাতে হাত ধরা, একটাই পরিচয়, আমরা মানুষ।
আরো আগে আসনি কেন আমার কাছে বন্ধু?
চিনতে পারোনি বুঝি....?
যদি আরও আগে এসে আমার হাত ধরতে,
তাহলে জীবনকে এত চড়া মাশুল না দিলেও হত !
যা-কিছু সঞ্চয় হত, তা তোমাকেই না হয় দিতাম !
খোলা আকাশের নিচে পড়ন্ত বেলায় গাছের তলায় বসে
সুখ-দুঃখের কড়িগুলো ভাগাভাগি করে নিতাম.....
বড় সাধ হয় তোমাকে তোমার থেকে চুরি করে নিয়ে আসি আমার পাশে,
দিনরাত খুনসুটি করি, মনের কথা বলি,
যা যা অপূর্ণ সাধ আছে সব পূর্ণ করে দিই।
তোমার পরিতৃপ্ত মুখ দেখে মুচকি মুচকি হাসি,
লুকিয়ে লুকিয়ে দেখি ঘুমিয়ে পড়া তুমি'কে...
ঘুমন্ত ঐশ্বর্য দেখে, নিতান্তই থাকতে না পেরে কানে কানে ফিসফিস করে বলি --
বন্ধু, তুমি জানোনা তোমায় কতটা ভালবাসি..!
এ ভালবাসায় শুধু ভালোবাসা আছে.....
এ ভালবাসায় কোন রং নেই, স্পর্শ নেই
এ ভালোবাসায় শুধু ভালো চাওয়া আছে.....
দু'টি সবুজ হৃদয়ের পাশাপাশি পথ চলা আছে
আজীবন হাতে হাত রেখে চলার অঙ্গীকার আছে...
আর এ অঙ্গীকারের আলোকবর্তিকা অনির্বাণ রাখবো
চারহাত এক করে একসাথে মুখোমুখি পাশাপাশি,
জীবনের শেষ শ্বাস পর্যন্ত বলে যাবো--
বন্ধু, তোমায় খুব ভালোবাসি......