খুশির মুহূর্তরা (কবিতা)

ছোট ছোট খুশির মুহূর্তরা, আর-- হঠাৎ, তোমাকে মনে হয় খুব আপন!

খুশির মুহূর্তরা (কবিতা)
poem, bangla poem, bangla kobita, kobita, happy moment poem ,Pratap Mondal poem,

খুশির মুহূর্তরা (কবিতা)

ছোট ছোট খুশির মুহূর্তরা, আর--
হঠাৎ, তোমাকে মনে হয় খুব আপন!
কিছুটা সময় থেকে গেলে না হয়--
পারো তো দাও না তোমার মন।
এইতো ফুরিয়ে যাবে আজকের দিন
জানিনা, কাল কে কোথায় থাকবো!
খুশির মুহূর্তরা বড় কম আসে জানো!
এই ক্ষণে হাতখানি ওই হাতে রাখবো।
বড় তাড়াতাড়ি আসে বিদায়ী বেলা
সূর্যটা ডুবলেই, টুপ করে সন্ধ্যে নামে!
তারপর, সারা আকাশজুড়ে তারাদের মেলা
সকালটা মেঘ-বদলে হয়তো থমথমে!
উঠতেই পারে ঝড়! তারপর অঝোরে বৃষ্টি
জানলার শার্শিতে চোখ রেখে বাইরেটা দেখছো,
গুটিগুটি পা'য় আমিও তখন রাস্তায়...
হয়তো তুমিও তখন সময় মাপছো...!
আসবে না আর মুহূর্তরা, হারিয়ে যায় ওরা
জানতো, বড়ো তাড়াতাড়ি আসে বিদায়ী ক্ষণ!
ছোট ছোট খুশির মুহূর্তরা, আর--
হঠাৎ, তোমাকে মনে হয় খুব আপন...।

লেখকঃ --------- প্রতাপ মণ্ডল