কি জায়গা হবে তোর মনে? (কবিতা)

একটু যদি জায়গা দিতিস তোর মনে  অঝোরধারায় বৃষ্টি হতো এই শ্রাবণে !

কি জায়গা হবে তোর মনে? (কবিতা)
poem , bangla poem, Pratap Mondal poem, write poem,read poem,

কি জায়গা হবে তোর মনে? ( কবিতা )

একটু যদি জায়গা দিতিস তোর মনে 
অঝোরধারায় বৃষ্টি হতো এই শ্রাবণে !
বৃষ্টি যখন গাল বেয়ে তোর কোমর বাঁকে 
বৃষ্টি তখন --
আমার ঠোঁটের আলতো ছোঁয়া তোরই নাকে !
টাপুসটুপুস চুল বেয়ে তোর চোখের পাতায় 
বৃষ্টিভেজা দাগ রাখতাম তোর মনের খাতায়... 
বৃষ্টি যদি কমই ঝরে এই শ্রাবণে ---
পরেরবার কি জায়গা হবে তোর মনে.... !!


লেখকঃ  --------- প্রতাপ মণ্ডল