একদিন (কবিতা)
কোনো এক নির্জন প্রান্তরে বা পাহাড়ি খাদের কিনারায় তোমায় নিয়ে একদিন দাঁড়াবো.

একদিন ( কবিতা )
কোনো এক নির্জন প্রান্তরে বা পাহাড়ি খাদের কিনারায়
তোমায় নিয়ে একদিন দাঁড়াবো......
বলবো, চোখ বন্ধ করে তুমি সামনে এগিয়ে যাও।
আরো একটু এগিয়ে যাও, ডাইনে-বাঁয়ে,সামনে-পিছনে
কি ভাবছো তুমি মনে মনে? আহা, দাঁড়িয়ে পড়ো না
এগিয়ে যাও..... এগিয়ে যাও, আরে ভরসা রাখো মনে।
কিছু পেতে গেলে যে ভরসা রাখতেই হয় জীবনে...!
আমিতো তোমায় ভরসা করি, নির্ভর করি অনেকটা
তুমি বললেই উত্তাল সাগরে ঝাঁপ দিতে পারি
খাদের কিনারায় দাঁড়িয়ে বাড়িয়ে দিতে পারি দু'পা।
বিশ্বাসে ভর করে তোমার কাছে যাই রোজ -----
জানি তোমার হৃদয় ফুলের মতো,
তাইতো সবার মতো আমারও রাখো খোঁজ।
একদিন...শুধু একদিন, তুমি আমায় ভরসা করে দেখতে পারো!
দু'চোখ বন্ধ করে এগিয়ে যেতে বললেও, থাকবো তোমার পিছনে
তুমি একটু বিপদগ্রস্থ হলেই, থামিয়ে দেবো হ্যাঁচকা টানে।
সুখ-দুঃখগুলো ভাগ করে নেবো কোনো এক নির্জন বিকেলে!
তুমি এবার নিশ্চিন্তে চোখ বন্ধ করতে পারো, আমার বুকে মাথা রেখে
আমি তখন তোমার ললাটে, একটা আলতো চুম্বন দেবো এঁকে....
জীবনে চলতে গেলে ভরসা করে কারও হাতে হাত রাখতে হয়
জীবনটা হতেই পারে তোমার! তবে জীবন কিন্তু এইটুকুনি নয়!
একা একা পথচলা দায়, মাঝে মাঝে লাগতেই পারে অসহায়!
তখনই তো চায় একটা অবলম্বন, আলতো করে ছোঁবে তোমার ক্লান্ত মন।
তুমি পরম নিশ্চিন্তে আবার উঠে দাঁড়াবে তার দু'হাত ধরে....
তাইতো তোমায় কোনো নির্জন প্রান্তরে বা পাহাড়ি খাদের কিনারায়
তোমায় নিয়ে একদিন দাঁড়াবো....
আমি দেখতে চাই ঠিক কতটা আমায় তুমি ভরসা করো!
সেদিন যদি দু'চোখ বন্ধ করে এগিয়ে যেতে পারো -----
তবে তোমায় দু'হাতে শক্ত করে জড়িয়ে ধরে বলবো,
এবার তুমি পরম নিশ্চিন্তে আমার বুকে মাথা রাখতে পারো...!
আর আমি তোমার ললাটে এঁকে দেবো একটা আলতো চুম্বন।